Bangla Awas Yojana Final List 2024: বাংলা আবাস যোজনার অধীনে দুর্নীতির উক্তি রাজ্য সরকার নতুন ইউনিক আইডি পদ্ধতি নিয়ে এসেছে। এবার বাংলা আবাস যোজনার অধীনে সকলকে আরো একবার যাচাই করে দেখে নেওয়া হবে। যাচাই করি যোগ্য উপভোগ থাকি বাড়ি বানানোর জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হবে।
বর্তমানে পশ্চিমবঙ্গে দুর্নীতি ভরে গেছে। আবাস যোজনা টাকা নিয়ে যাতে দুর্নীতি না হয় তার জন্য আগে থেকেই রাজ্য সরকার প্রস্তুত। বিগত কয়েকদিন আগেই ট্যাবের টাকা নয় ছয় হওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড গড়ে উঠেছিল গোটা রাজ্যে।
আবাস যোজনার SMS কাদের দিচ্ছে?
বাংলা আবাস যোজনার লিস্টে যাদের নাম রয়েছে তাদের সকলের মোবাইলে SMS দিচ্ছে। মেসেজে বলা হচ্ছে আপনি একজন বাড়ি পাওয়ার উপযুক্ত যোগ্য উপভোক্তা। আপনাকে ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে যাচাই পর্বের জন্য। এবার এই মেসেজটি আপনার মোবাইলে এলে অবশ্যই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করবেন।
আবাস যোজনার ক্যাম্প কোথায় হবে?(Bangla Awas Yojana Camp)
বাংলা আবাস যোজনার জন্য যে যাচাই পর্ব চলছে তার ক্যাম্প হবে পঞ্চায়েত এলাকায়। বিভিন্ন পঞ্চায়েত ঠিক করবে কবে কোথায় ক্যাম্প হবে।
আবাস যোজনা ক্যাম্পে কতজনকে ডাকা হবে?
পঞ্চায়েত এলাকায় জনসংখ্যা অনুযায়ী মোটামুটি ২০০ থেকে ২৫০ ব্যক্তিকে ক্যাম্পে(Bangla Awas Yojana Camp) ডাকা হবে। ছোট এলাকায় প্রতিদিন ১০০-১৫০ জনকে ডাকা হবে।
Bangla Awas Yojana Final List 2024 বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার আগে SMS দিচ্ছে
ক্যাম্পে যাবার সময় কি কি জিনিস সঙ্গে রাখবেন?
বাংলা আবাস যোজনার ক্যাম্পে যাওয়ার সময় অবশ্যই আপনার যাবতীয় ডকুমেন্টস সাথে রাখবেন। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক একাউন্টের পাস বই এবং মোবাইল নম্বর। অবশ্যই মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
ক্যাম্পে পুলিশের ভূমিকা কি?
অনেক পঞ্চায়েত এলাকায় বাড়তি পুলিশ মোতায়ন করা হয়েছে। সুষ্ঠুভাবে যোগ্য বাংলার বাড়ির (Banglar Bari) পাওয়ার প্রাপ্য ব্যক্তিকে যাতে যাচাই করা যায় তার জন্য বাড়তি পুলিশের নিরাপত্তা দেওয়া হয়েছে।
আরো পড়ুন–বাংলা আবাস যোজনা ক্যাম্প হবে। কোথায় কবে ক্যাম্প হবে দেখুন
হঠাৎ কেন এই ক্যাম্প হচ্ছে?
বিগত কয়েকদিন আগে ট্যাবের টাকা দেওয়া কে কেন্দ্র করে দুর্নীতি দেখা গিয়েছিল। অনেক পড়ুয়ার ব্যাংক একাউন্টে ট্যাবের টাকা পৌঁছায়নি। তাই এবার ক্যাম্প করে যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্ট নম্বর ও আধার নম্বর যাচাই করে দেখে নেওয়া হচ্ছে।
আপনার এলাকায় ক্যাম্প কবে হবে?
আপনার পঞ্চায়েত এলাকায় বাংলা আবাস যোজনার ক্যাম্প কবে হবে তা জানতে হলে আপনাকে অবশ্যই পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে।
বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট কবে দিবে?(Bangla Awas Yojana Final List 2024)
বাংলা আবাস যোজনার অধীনে যোগ্য ব্যক্তিকে শনাক্ত করার জন্য এবার নতুন করে ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। যোগ্য ব্যক্তির হাতে যাতে টাকা তুলে দেওয়া যায় তার জন্য নতুন করে যাচাই পর্ব চলবে। এই যাচাই পর্ব চলবে ১৪ই ডিসেম্বর পর্যন্ত। তারপর ফাইনাল লিস্ট(Bangla Awas Yojana Final List 2024) দেওয়া হবে।
কবে কত টাকা দেওয়া হবে?
বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি বানাতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু ১৫ই ডিসেম্বরের পর প্রথম কিস্তি ৬০ হাজার টাকা দেওয়া হবে। পরবর্তীকালে বাকি ৬০ হাজার টাকা দেওয়া হবে।
আরো পড়ুন–বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু। কোন জেলা কবে টাকা পাবে?
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇