Bangla Awas Yojana amount: বাংলা আবাস যোজনা টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে গত ১৭ই ডিসেম্বর থেকে। বর্তমানে প্রত্যেকদিন জেলায় জেলায় যোগ্য ব্যক্তিদের টাকা দেওয়া হচ্ছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হয়েছে। তবে কিছু জায়গায় টাকার পরিমাণ বেড়ে হয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকা। কেন এই টাকা বাড়ানো হয়েছে?
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই টাকা দেওয়া চলছে। বর্তমান রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের অধীনে মোট ১ লক্ষ ২০ হাজার টাকার প্রথম কিস্তির টাকা (Bangla Awas Yojana amount) প্রদান করছে। ক্ষেত্র বিশেষে এখানে কোথাও কোথাও ১০ হাজার টাকা বেশি দেওয়া হবে।
১ লক্ষ ৩০ হাজার টাকা দিবে
জঙ্গলমহল ও দুর্গম এলাকায় এই টাকা বাড়ানো হয়েছে যেখানে মোট টাকার পরিমাণ ১ লক্ষ ২০ হাজার টাকার বদলে ১ লক্ষ ৩০ হাজার টাকা (Bangla Awas Yojana amount) করা হয়েছে। জেলায় জেলায় টাকা পাঠানোর আগে সমস্ত কাজ সেরে রাখা হয়েছিল। তারপর মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধনের পর এই টাকা ঢুকতে শুরু করেছে। যোগ্য উপভোক্তাদের একাউন্টে এই টাকা পৌঁছে যাচ্ছে।
আর মাত্র ১ দিন টাকা দেওয়া হবে?
আগামী কয়েক দিনে এই টাকা ধাপে ধাপে একাউন্টে পৌঁছাবে। ২০ ও ২১ তারিখ এই দুইদিন টাকা দেওয়া হবে। যদিও ২০ তারিখের টাকা দেওয়া শেষ হয়েছে। তারপর ২২ তারিখ রবিবার টাকা দেওয়া বন্ধ থাকবে। তবে চিন্তার কোন কারণ নেই ২৩ তারিখ আবার টাকা ঢুকবে। আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত টাকা দেওয়া চলবে। জেলায় জেলায় এই টাকা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার।তবে বিভিন্ন জেলা থেকে নানান অভিযোগ আসছে যে জেলাতে এখনো কোনো টাকা পৌঁছায়নি। অনেক যোগ্য ব্যক্তি টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু না পাওয়ায় তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিচ্ছে।
Bangla Awas Yojna amount | বাংলা আবাস যোজনায় আর ১ দিন টাকা দেবে
১ টি ভুলের জন্য ব্যাংকে টাকা ঢুকবে না।
বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্পের নতুন নিয়ম চালু হয়েছে। একটি ভুলের জন্য অনেকেই টাকা পাবে না। সেটি হলো আপনার ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। অবশ্যই আপনার ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা দেখে নেবেন।

আরো পড়ুন– বাংলা আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশ। নাম চেক করুন
কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে?
প্রতিদিন প্রত্যেক জেলাতেই টাকা দেওয়া হচ্ছে। তবে যে সমস্ত জেলায় উপনির্বাচন ছিল সেখানে সার্ভের কাজ একটু দেরিতে হয়েছে। তাই সেই সমস্ত জেলাতে টাকা কিছুদিন পরে দেবে। ডিসেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে একাউন্টে টাকা পৌঁছে যাবে। মোট ১১ লক্ষ যোগ্য উপভোক্তাকে বর্তমানে টাকা দেওয়া হবে। তাই এত জন মানুষকে একদিনে টাকা (Bangla Awas Yojana amount) দেওয়া সম্ভব নয় ধাপে ধাপে টাকা দেওয়া চলছে।
আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে অতএব আপনারা যারা এখনো পর্যন্ত টাকা (Bangla Awas Yojana amount) পাননি তারা ৩০ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। টাকা না পেলে ৩০ তারিখের পর আপনার পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে অভিযোগ জানান। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে আপনারা কল করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। যোগ্য লিস্ট অনুযায়ী আপনি টাকা পাবেন। তবে Ineligible, PWL/PWL A Plus লিস্টে নাম থাকলে টাকা আসতে দেরি হবে।
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇
আরো পড়ুন–বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার আগে SMS দিচ্ছে
আরো পড়ুন–বাংলা আবাস যোজনা ক্যাম্প হবে। কোথায় কবে ক্যাম্প হবে দেখুন