ind vs nz Final 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ফাইনাল ৯ই মার্চ রবিবার। মুখোমুখি হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ড (ind vs nz Final 2025)। শ্রেষ্ঠ দুই দল আজ শিরোপা জেতার লড়াইয়ের ময়দানে। আজ কোন দল জিতবে? কাদের দিকে পাল্লা ভারী? কি বলছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল?ভারতকে জিততে পারবে নাকি ২০১৯ এর সেমিফাইনালের মত কোন অবস্থা হবে? সেই দিকেই চোখ থাকছে আমাদের, আর কি কি ভুল করলে ভারত ফাইনালের ময়দানে হারবে। অর্থাৎ ভারতকে জিততে গেলে কোন কোন দিক মাথায় রাখতে হবে আসুন দেখে নিই এক নজরে।
অপরিবর্তিত একাদশ
সমগ্র টুর্নামেন্টে ভারত দারুণ খেলেছে। ভারত তার নিজের ভঙ্গিমায় শব্দটি ম্যাচ জিতে ফাইনালে এসেছে। গ্রুপ পর্বে এই নিউজিল্যান্ডকেই হারিয়েছে ভারত। যদিও রোহিত শর্মার নেতৃত্বাধীন এ ভারত শেষ ২৪ টি ম্যাচের মধ্যে ২৩ টি জিতেছে। যেই ম্যাচটি হেরেছিল সেটি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিলো। যদিও এরপরে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতেছে ভারত। তাই বর্তমানে ভারতের পাল্লা খানিকটা এগিয়ে রয়েছে। বর্তমানে বিশ্বের এক নম্বর দল ভারত। তবে ক্রিকেট এক বলের খেলা এখানে প্রত্যেক দিনই নতুন কিছু ঘটতে থাকে। তাই প্রতিটা ম্যাচ জিতে আসলেও আজকে আলাদাই একটা স্নায়ুর চাপ অনুভব করবে সমস্ত খেলোয়াড়রা। বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞ মহল জানাচ্ছে যে একাদশ নিয়ে ভারত ম্যাচ জিতেছে সেই একই খেলোয়াড়দের নিয়ে ফাইনাল খেলা (ICC Champions Trophy Final 2025) উচিত। কোন পরিবর্তন করা উচিত হবে না।
আক্রমনাত্মক ফিল্ড সেট
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততে হলে প্রথমের দিকেই উইকেট তুলে নিতে হবে। বর্তমানে নিউজিল্যান্ড দলের মধ্যে ভালো ফর্মে রয়েছে রচীন রবীন্দ্র এবং তিন উইলিয়ামসন। এই দুই অভিজ্ঞ ব্যাটারকে প্রথমের দিকেই আউট করতে পারলেই অর্ধেক ম্যাচ ভারতের হাতে চলে আসবে। তাই রোহিত শর্মার উচিত আক্রমণাত্মক ফিল্ড সেট করা। যদিও রোহিত শর্মার নেতৃত্বাধীন এ গোটা টিম খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তবুও ক্রিকেট বিশেষজ্ঞ মহল সূত্রে জানা যাচ্ছে আক্রমণাত্মক ভাবে ফিল্ড সেট করতে হবে এছাড়াও ফাইনাল ম্যাচে যেই খেলোয়াড় স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করে নিজের খেলাটা খেলতে পারবে সেই জিতবে।
ind vs nz Final 2025: চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে কে জিতবে? ভারত এই ভুলগুলি করলেই হারবে।

ভারতীয় ব্যাটারদের যোগদান
ভারতীয় ব্যাটারদের মধ্যে বর্তমানে সকলেই দারুন ফর্মে রয়েছে। ওপেনিং দুটি থেকে শুরু করে মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডার দারুন ভাবে খেলেছে। ক্যাপ্টেন রোহিত শর্মার সেলফলেস ইনটেন্ট দারুন কার্যকর তবে অনেকেই জানাচ্ছে রোহিত শর্মাকে আরো কিছুটা সময় দিয়ে খেলতে। কারণ রোহিত শর্মা যতক্ষণ পিচে থাকে ততক্ষণ রানের বন্যা বয়ে যায়। রোহিত শর্মা খুব ভালোভাবেই পাওয়ার প্লের সুবিধা ব্যবহার করতে পারে।
রোহিত শর্মার একের পর এক নজর কাড়া ছক্কা দেখার জন্য দর্শক উৎসুক হয়ে থাকে। তবে রোহিত শর্মাকে আরো মনোযোগের সাথে কমপক্ষে ২০ ওভার খেলতে হবে। এর সাথে রয়েছে শুভমন গিল যেই ব্যাটার বর্তমানে বিশ্বের এক নম্বর ব্যাটারের তালিকায় রয়েছে এবং দারুন ফর্মে রয়েছে। সম্প্রতি ঘরোয়া ক্রিকেট এবং চ্যাম্পিয়ন ট্রফিতে রয়েছে সেঞ্চুরি। গিল খুব সহজেই তার খেলা ধাপে ধাপে পরিবর্তন করে ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে।
এরপর তিন নম্বরে রয়েছে বর্তমান সময়ের ক্রিকেটের কিং বিরাট কোহলি। কোহলি খুব ভালোভাবে জানে কখন কিভাবে খেলতে হয়। সম্প্রতি পাকিস্তানের সাথে খেলায় একটি সেঞ্চুরি করেছেন। এছাড়াও সেমিফাইনালে বিশ্বের ভয়ংকর টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একা দাঁড়িয়ে থেকে দলকে ফাইনালের দল গড়ায় পৌঁছে দিয়েছেন। সাথে মিডিল অর্ডারে দারুণ ফর্মে আছে শ্রেয়াস আইয়ার। লোয়ার অর্ডারে রয়েছে কুংফু পান্ডে ওরফে হার্দিক পান্ডে। ভারতীয় ব্যাটারা একটু মনোযোগের সাথে খেললেই রানের পাহাড় গড়ে তুলতে সক্ষম। এবং রান চেস করতেও একইভাবে সক্ষম।

সর্বোপরি ভারতীয় ব্যাটার এবং বোলার বর্তমানে দারুন ফর্মে রয়েছে। ভারত যেমন বড় রান খুব সহজে চেস করে দিচ্ছে তেমনি অল্প রান কেও আটকে দিচ্ছে। ২০১৯ এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দিকেই নজর থাকছে সকলের কারণ ২০১৯ এর ক্ষত এখনো তীব্র রয়েছে ক্রিকেট ফ্যানেদের মধ্যে। তবে সমগ্র ভারতবাসী হিসেবে চাইবো ভারত আজ শিরোপা জিতুক। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে (IND vs NZ Final 2025) ভারতের হাতেই শ্রেষ্ঠ শিরোপা ট্রফিটি (ICC Champions Trophy Final 2025) উঠে আসুক।
আরো পড়ুন– পশ্চিমবঙ্গে হোমগার্ড নিয়োগ শুরু হচ্ছে, এখনি আবেদন করুন
আরো পড়ুন– বাংলা আবাস যোজনায় আর ১ দিন টাকা দেবে
হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇
🇮🇳🇮🇳🇮🇳
INDIA
Chak de india