Wednesday, November 26, 2025
Homeশিক্ষাTab kenar taka kobe dibe 2025: ট্যাব কেনার ১০,০০০ টাকা কবে দেবে?...

Tab kenar taka kobe dibe 2025: ট্যাব কেনার ১০,০০০ টাকা কবে দেবে? নতুন নিয়মের সবাই টাকা পাবে না।

Tab kenar taka kobe dibe 2025: পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি প্রকল্প তরুণের স্বপ্ন। তরুণের স্বপ্ন প্রকল্পে দেওয়া হয় একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ১০,০০০ টাকা। এই টাকাটি দেওয়া হয় ট্যাব অথবা মোবাইল ফোন কেনার জন্য। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এই টাকাটি রাজ্য সরকার দিয়ে থাকে। ২০২৫ সালে কবে এই টাকা একাউন্টে ঢুকবে সেই নিয়ে চিন্তায় রয়েছে ছাত্র-ছাত্রীরা। কারণ বিগত কয়েক বছর দেখা গিয়েছে অনেক আগেই টাকা একাউন্টে ঢুকেছে। কিন্তু এই ২০২৫ সালে এখনো পর্যন্ত টাকা একাউন্টে আসেনি।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এছাড়াও এই বছর এই প্রকল্পে অনেক নতুন নিয়ম আনা হয়েছে। নতুন নিয়মের জন্য টাকা ব্যাংকে আসছে না এমনটাই দাবি করছে ছাত্র-ছাত্রী। নতুন নিয়মের জন্যই অ্যাকাউন্টে অনেকেই টাকা পাবে না। এই প্রকল্পের টাকা কবে একাউন্টে আসবে? (Tab kenar taka kobe dibe 2025) নতুন নিয়মে কারা টাকা পাবে কারা পাবে না? ওটিপি ভেরিফিকেশন সেলফ ডিক্লারেশন ফর্ম সার্টিফিকেট ডাউনলোড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।

তরুণের স্বপ্ন প্রকল্পের নতুন নিয়ম-

তরুণের স্বপ্ন প্রকল্পে এই ২০২৫ সালে নতুন নিয়ম চালু করা হয়েছে। যেখানে ছাত্র-ছাত্রীদের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করা হচ্ছে। সমস্ত তথ্য ঠিক থাকলে তবেই একাউন্টে টাকা আসবে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই টাকা একাউন্টে আসবে। ভেরিফিকেশন সংক্রান্ত অনেকগুলি নতুন ধাপ নিয়ে আসা হয়েছে এই প্রকল্পে। যারা টাকা পেতে চাইছে তাদেরকে সম্পূর্ণ ধাপ শেষ করে তবে টাকা পেতে হবে।

Tab kenar taka kobe dibe 2025: ট্যাব কেনার ১০,০০০ টাকা কবে দেবে? নতুন নিয়মের সবাই টাকা পাবে না।

ওটিপি ভেরিফিকেশন কি?

তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের দেওয়া তথ্য বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করবে স্কুলের শিক্ষক অথবা শিক্ষিকা। সমস্ত তথ্য যাচাই করার পর পুনরায় ছাত্রছাত্রীদের যাচাই করার জন্য একটি এসএমএস পাঠানো হবে এবং সেই এসএমএস একটি লিংক থাকবে। সেই লিংকে ক্লিক করে ছাত্রছাত্রীরা তাদের তথ্য ভালোভাবে যাচাই করবে। যেখানে ছাত্র-ছাত্রী তার নিজের নাম ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এছাড়াও যাবতীয় ডকুমেন্ট নম্বর চেক করবে। যদি ঠিক থাকে তাহলে ভেরিফিকেশন (Verification) এর জন্য তারা আবেদন করবে এবং তখন একটি ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে।

আরো পড়ুন– ট্যাব কেনার ১০ হাজার টাকা কবে ঢুকবে? টাকা পাওয়ার নতুন শর্ত জারি।

Tab kenar taka kobe dibe 2025

কবে এই প্রকল্পের টাকা ঢুকবে?

বর্তমানে দুর্গাপুজোর ছুটি চলছে। দুর্গাপুজোর ছুটি কাটিয়ে যখন আবার পুনরায় সমস্ত সরকারি দপ্তর খুলবে তখন এই প্রকল্পের যাবতীয় কাজ আবার শুরু হবে। এবং এই প্রকল্পের টাকা ছাড়া হবে। যেহেতু এই বছর নতুন নিয়ম চালু করা হয়েছে তাই একটু দেরি হচ্ছে টাকা দিতে। তবে ছাত্র-ছাত্রীরা এই ১০,০০০ টাকা অবশ্যই পাবে। (Tab kenar taka kobe dibe 2025)

কারা টাকা পাবে এবং কারা পাবে না?

তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা অনেকেই একাউন্টে পাবেনা। যাদের ব্যাংক একাউন্ট এবং নামের বানান ভুল রয়েছে তারা টাকা পাবে না। (Tab kenar taka kobe dibe 2025) এছাড়াও যারা ওটিপি ভেরিফিকেশন করবে না তাদের একাউন্টে টাকা আসবে না।

তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা অবশ্যই আসবে এই টাকা এই বছরে একটু দেরি হলেও টাকা একাউন্টে পেয়ে যাবে সমস্ত ছাত্রছাত্রী। স্মার্টফোন অথবা ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে সেই টাকা সঠিক সময়ই একাউন্টে চলে আসবে।


আরো পড়ুন– পুরনো হাতে লেখা জন্ম সার্টিফিকেট ডিজিটাল করার সম্পূর্ণ পদ্ধতি | ধাপে ধাপে গাইড

আরো পড়ুন– মহিলাদের জন্য মাসিক ২৫০০ টাকার নতুন প্রকল্প চালু , আবেদন শুরু


হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে চ্যানেলগুলির লিংক দেওয়া হলো।

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে👇 

Join Now

টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচে ক্লিক করে 👇 

Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Trending News